নিজস্ব প্রতিবেদক : ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাবেক সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
এক শোকবার্তায় আমির হোসেন আমু প্রয়াত জয়নাল হাজারীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।