300X70
মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জর্জিয়ায় আত্মসমর্পণের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

প্রতিবেদক
sahana akter
আগস্ট ২২, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করবেন তিনি।

এর আগে আত্মসমর্পণের জন্য ট্রাম্পকে শুক্রবার (২৫ আগস্ট) পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। আর সেই নির্দেশনা মেনেই আত্মসমর্পণ করতে চলেছেন তিনি। মঙ্গলবার (২২ আগস্ট) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি।

গতকাল সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে ট্রাম্প লেখেন, ‘আপনি এটা বিশ্বাস করতে পারেন? গ্রেফতার হওয়ার জন্য আমি বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টায় যাচ্ছি।’

এর কয়েক ঘণ্টা আগে আদালতের নথি সূত্রে জানা যায়, ট্রাম্পের জন্য দুই লাখ ডলারের বন্ড নির্ধারণ করা হয়েছে।

গতকাল জর্জিয়ার ফুলটন কাউন্টি শেরিফের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ট্রাম্পের আত্মসমর্পনের দিন প্রধান কাউন্টি কারাগারের আশেপাশের এলাকায় ‘কঠোর লকডাউন’-এর ব্যবস্থা নেয়া হবে।

অনলাইনে পোস্ট করা আদালতের নথিতে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ১৩টি অভিযোগের উল্লেখ করা হয়। সেখানে ১০ হাজার ডলার থেকে শুরু হয়েছে বন্ডের পরিমাণ। তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র,সরকারি কর্মকর্তার শপথ লঙ্ঘন ও মিথ্যা নথি দাখিলসহ নানা ধরনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া জর্জিয়া রিকো আইন লঙ্ঘনের জন্য বন্ড ধরা হয়েছে ৮০ হাজার ডলার।

হোয়াইট হাউজের সাবেক স্টাফ প্রধান মার্ক মেডোস, ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি ও বিচার বিভাগের সাবেক কর্মকর্তা জেফরি ক্লার্কসহ আরও ১৮ জনের বিরুদ্ধে একই রকম অভিযোগ আনা হয়েছে।

এছাড়া একাধিক শর্ত দেয়া হয়েছে। যেখানে কোনো ব্যক্তিকে ভয় দেখানোর মতো তৎপরতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বর্তমানে জর্জিয়ার কর্তৃপক্ষ গ্র্যান্ড জুরিদের হুমকির বিষয়ে তদন্ত করছে।

ওই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় নস্যাৎ করার প্রচেষ্টা অভিযোগে ট্রাম্প এর মধ্যেই ফেডারেল আইনে অভিযোগের মুখোমুখি হয়েছেন।

সর্বশেষ জর্জিয়ায় তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। দাবি করেন, আসন্ন নির্বাচনে তার বিজয় ঠেকানোর উদ্দেশ্যেই তাকে হয়রানি করা হচ্ছে।

এদিকে ট্রাম্প ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা করার জন্য ২৫ আগস্ট দুপুর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন ফুলটন কাউন্টির জেলা অ্যাটর্নি ফানি উইলিস।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :