নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মোঃ দ্বীন ইসলাম শেখ-কে আহ্বায়ক ও শেখ সারোয়ার-কে সদস্য সচিব করে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণ এর আংশিক সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক এইচ এম শাহরিয়ার আসিফ এবং সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন এই কমিটি ঘোষণা করেছেন।
এর আগে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় যুব সংহতি’র পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণকে আরো সংগঠিত করে গতিশীল কার্যক্রমের মাধ্যমে একটি সফল সম্মেলন আয়োজনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে নব গঠিত সম্মেলন প্রস্তুত কমিটিকে।