বনানী কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় সকাল ১১টা
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
ঈদুল ফিতরের দিন সকালে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। বেলা ১১টা থেকে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গণমাধ্যমকর্মীদের সাথেও কথা বলবেন।
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি চট্টগ্রামের হাটহাজারীতে ঈদ উদযাপন করবেন। তিনি হাটহাজারীতে স্থানীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।
জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজ আদায় করবেন। পরে বেলা ১১টা থেকে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে নেতা-কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার গুলশানের আজাদ মসজিদে ঈদের নামাজ আাদায় করবেন। তিনি তাঁর গুলশানের বাস ভবনে নেতা-কর্মী, আত্মীয় স্বজন ও সুধীবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর সাথে বনানী কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
কাজী ফিরোজ রশীদ এমপি নির্বাচনী এলাকা ঢাকা-০৬ এ ঈদ উদযাপন করবেন। তিনি পুরান ঢাকায় একটি ঈদের জামায়াতে নামাজ আদায় করবেন। দিনভর নেতা-কর্মী ও নির্বাচনী এলাকার জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
সৈয়দ আবু হোসেন বাবলা এমপি রাজধানীর শ্যামপুর-কদমতলী নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় এবং দিনভর স্থানীয় মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি রাজধানীতে ঈদ উপযাপন করবেন। ঈদের দিন বেলা ১১টার পরে তিনি জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।