সাংবাদিক সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রীর বক্তৃতা
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের নাজুক পরিস্থিতির মধ্যে আমি ভার্চ্যুয়ালি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভার্চ্যুয়ালি এ সম্মেলনে সংযুক্ত আছেন আমার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব (শ্রম) ড. রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আব্দল লতিফ খানসহ মন্ত্রণালয় এবং আমার মন্ত্রণালয়ের অধীন সকল অধিদপ্তর, সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আমি প্রথমেই স্মরণ করছি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
যিনি আজীবন শ্রমজীবী মেহনতি মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যে সকল শ্রমিক নিহত হয়েছিলেন, ন্যায়সঙ্গত অধিকার আদায়ে এ পর্যন্ত যত শ্রমিক নিহত হয়েছেন এবং করোনা মহামারীতে মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে স্মরণ করছি।
আমরা সকলেই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস নামক অদৃশ্য এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছি। সকলের সহযোগিতা আর সচেতনতায় আমরা সকলে এ যুদ্ধে অবশ্যই জয়ী হবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী এবং সময়োপযোগী সিদ্ধান্তে চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে কলকারখানায় উৎপাদন ব্যবস্থা ঠিক রেখে সরকার অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী করোনা সংক্রমনের শুরুতেই চিন্তা করেছেন শ্রমজীবী মেহনতি মানুষের কথা।
প্রথমেই তিনি শ্রমিক শ্রমিক ভাইবোনদের বেতন-ভাতা নিশ্চিত করতে রপ্তানিমুখি শিল্পের মালিকদের প্রণোদনা/ঋণ সহায়তা প্রদানের ব্যবস্থা করেন। তিনি করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের কথা বিবেচনা করে সামাজিক সুরক্ষা কর্মসুচি গ্রহণে আমাদের নির্দেশনা প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে রপ্তানিমুখি শিল্প গার্মেন্টস এবং চামড়া শিল্পের কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের জন্য বাংলাদেশ
সরকার, ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মান ফেডারেল এর সহযোগিতায় সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ১৫’শ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়। এ তহবিল হতে এ পর্যন্ত ৬ হাজার ৩১ জন শ্রমিককে তিন মাসের বেতনের জন্য ৫ কোটি ৪৮ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে। এটি চলমান প্রক্রিয়া।
আপনারা জানেন, গত বছর করোনা মহামারীর শুরুতেই শ্রম মন্ত্রণালয় সারা দেশে মাঠ পর্যায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ২৩টি বিশেষ ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করে দিয়েছিলাম। এ বছর করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলার লক্ষ্যে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন সচল রাখতে কমিটিগুলো সচেতনতামূলক কার্যক্রম নিরলসভাবে চালিয়ে যাওয়ার জন্য বার বার নির্দেশনা দিচ্ছি।
আমার মন্ত্রণালয়ের সচিব সাহেব, আইজি সাহেব এবং শ্রম অধিদপ্তরের ডিজি সাহেব শ্রমঘন এলাকায় গিয়ে গিয়ে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের চিকিৎসক দিয়ে শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। শ্রম অধিদপ্তরের অধীন শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসকগণ করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ৩০,২৪১ জন শ্রমিককে চিকিৎসা সুবিধা প্রদান করেছেন।
আপনারা জানেন, আমার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যু হলে এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকদেরকে এবং তাদের মেধাবী সন্তানদেরকে উচ্চ শিক্ষায় এ পর্যন্ত শ্রমিক কল্যাণ তহবিল হতে ৪১ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার ৩৫৫ টাকা সহায়তা দিয়েছি। প্রতিনিয়ত আবেদন পাচ্ছি এবং সহায়তা দিয়ে যাচ্ছি। শুধু গার্মেন্টস শ্রমিকদের কল্যাণের জন্য কেন্দ্রীয় তহবিল নামে ভিন্ন একটি তহবিল গঠন করেছি। গার্মেন্টস কর্মীদের দুর্ঘটনাজনিত মৃত্যু, দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, মাতৃত্বকালীন সহায়তা, তাদের সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা এমনকি তাদের বীমার দাবিও এ তহবিল থেকে পরিশোধ করা হয়। এ তহবিল হতে ৮৯ কোটি ১০ লক্ষ ৩৫ হাজার ৯৭২ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ হৃদয়ে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আপনাদের সকলের সহযোগিতায় আমরা শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণেকাজ করে যাচ্ছি।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আমরা আগামীকাল ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-এর বাইরের সকল কর্মসূচি বাতিল করে দিবসটির মূল অনুষ্ঠান ভার্চুয়ালি আয়োজন করেছি। আগামীকাল রাত ৮.৩০ মিনিটে আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছি। এখানে সরকারি, বেসরকারি সংস্থার কর্মকর্তাগণ, দেশি-বেদেশী উন্নয়ন অংশীজন এবং শ্রমিক ও মালিক প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। দিবসটির গুরুত্ব তুলে ধরে মাহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী বাণী দেবেন।
জাতীয় ও আঞ্চলিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। কারখানা ও প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য সড়কদ্বীপ সজ্জিতকরণ করা হবে। পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ে বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে আলোচনা অনুষ্ঠানের আযোজন করা হয়েছে।
টিভি স্ক্রলবার্তায় এ দিবসের প্রতিপাদ্য প্রচারিত হবে। এ দিবসের প্রতিপাদ্য মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে প্রেরণ করা হবে। স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে এবং হেলথ ক্যাম্প আয়োজন করা হবে। এবছর এ দিবসটির প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে“ মুজিববর্ষের অঙ্গীকার, নিরাপদ কর্মপরিবেশ হোক সবার”।
মহান মে দিবস আপনারা জানেন, শ্রমজীবী মে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপি দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। স্বাধীনতাত্তোর বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে পহেলা মে’কে মে দিবস হিসেবে স্বীকৃতি দেন এবং সরকারী ছুটি ঘোষণা করেন। এবছর এদিবসটির প্রতিপাদ্য নিরবাচন করা হয়েছে-“মালিক-শ্রমিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়বো দেশ”। করোনা মহামারীর কারণে এবছর জনসমাগম সংশ্লিষ্ট সকল বহিরাঙ্গন কর্মসূচি স্থগিত করা হয়েছে। দিবসটির গুরুত্ব ও তাৎপয তুলে ধরে মহামান্য রাষ্টপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী বাণী দেবেন। জাতীয় ও আঞ্চলিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে আলোচনা অনুষ্ঠানের আযোজন করা হয়েছে। এ দিবসের প্রতিপাদ্য মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে প্রেরণ করা হবে।