নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সাত বছর আগে রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় করা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যের মধ্যে ৪ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বাকী একজনকে খালাস দিয়েছেন আদালত।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রায় ঘোষণা করা হয়।