বাহিরের দেশ ডেস্ক: জাপান ও দক্ষিণ কোরিয়ার ভ্রমণকারীদের স্বল্পমেয়াদের ভিসা দেওয়া বন্ধ করেছে চীন। করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এমন পদক্ষেপ নিল দেশটি। খবর আল জাজিরা’র।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া চীনাদের জন্য ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ করে দেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে অগ্রহণযোগ্য ও অবৈজ্ঞানিক হিসেবে আখ্যা দিয়েছে। বেইজিং বলেছে, চীনের বিরুদ্ধে আরোপ করা বৈষম্যমূলক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত এটি কার্যকর থাকবে।
চীনের এই পদক্ষেপের বিপরীতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ছিল বৈজ্ঞানিক ও বস্তুগত প্রমাণভিত্তিক। তবে জাপান এখনও করোনাভাইরাস পরীক্ষার ভিত্তিতে নেগেটিভ হলে চীনাদের ভিসা দিচ্ছে।