নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলছে আগামী ১১ অক্টোবর।
শনিবার (২ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
সিন্ডিকেটের সদস্য অধ্যাপক রাশেদা আখতার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ২১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। ওই দিন থেকে শিক্ষার্থীরা সশরীরে শ্রেণিকক্ষে ক্লাস করতে পারবে। তবে চাইলে অনলাইনেও পাঠগ্রহণে অংশ নিতে পারবে।
অধ্যাপক রাশেদা আখতার বলেন, ১১ অক্টোবর জাবির কেন্দ্রীয় লাইব্রেরিও খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে লাইব্রেরিতে সাবেক শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে না। এছাড়া হলগুলোতে শুধু রানিং (মাস্টার্স শেষ হয়নি যাদের) শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে।
এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ষদের সভায় ২১ অক্টোবর হল খোলার সুপারিশ করা হয়। এর আলোকে এদিন সিন্ডিকেট সভায় চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়।