নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কটির দুপাশের যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার দুপুরে স্মৃতিসৌধের দায়িত্বরত আনসার সদস্যদের মারধরে আহত জাবি শিক্ষার্থী নুর হোসেন বর্তমানে সাভার এনাম মেডিকেলে চিকিৎসাধীন।
কিছু কাপল ও দর্শনার্থীদের টাকার বিনিময়ে প্রবেশে অনুমতি দিয়েছিল কর্তব্যরত আনসার সদস্যরা।
এ ঘটনার প্রতিবাদ করায় ও ভেতরে থাকা দর্শনার্থীদের ভিডিও করতে যাওয়ায় বেদম মারধরের শিকার হয়েছেন জাবির ওই শিক্ষার্থী। সোমবার তিনটার দিকে এ ঘটনা ঘটে।