নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হেড অব ডেলিগেশন এবং সংস্থাটির রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাক্ষাৎ হয়েছে। সেখানে তাদের মধ্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। গতকাল (বুধবার) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিশেষ দূত এবং উপদেষ্টা মাসরুর মাওলার গুলশানস্থ বাসভবনে এ সাক্ষাৎ হয় বলে সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, “বাংলাদেশের রাষ্ট্রপতি (হিসেবে) নির্বাচিত মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর সাথে দেখা হওয়াটা আনন্দের এবং সম্মানের বিষয়, যিনি ২৪ এপ্রিল নিজ দায়িত্ব গ্রহণ করবেন। বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক নিয়ে আলোচনা করে ভালো লাগলো।” তাছাড়া, ফেসবুকে ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল পেইজেও তিনজনের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়েছে।
এর আগে চলতি মাসের ঠিক শুরুতে একই স্থানে একই ব্যক্তির বাসভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। সেখানে রাষ্ট্রদূতের স্ত্রীও উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত সস্ত্রীক ওই বাসায় ইফতারও করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রদূত চমৎকার আতিথেয়তার জন্য মাসরুর মাওলা এবং তার স্ত্রীকে ধন্যবাদ জানান। মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর সাথে বেশ ভালো আলাপ হয়েছে বলেও তখন জানিয়েছিলেন জার্মান রাষ্ট্রদূত।
উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
।