ডেস্ক রিপোর্ট:
মানিলন্ডারিং মামলায় এস এম জিকে শামীমসহ আটজনের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে হুইল চেয়ারে করে তাকে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির করে পুলিশ। এসময় বিচারক মামলার চার্জশিট আমলে নিয়ে চার্জ গঠনের জন্য এদিন ধার্য করেন। একই সাথে মামলাটি বিশেষ জজ -১০ আদালতে বদলির আদেশ দেয়া হয়।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে ১ কোটি ৮১ লাখ টাকা ও ১৬৫ কোটি ২৭ লাখ টাকা এফডিআরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।
গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জিকে শামীমসহ ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন, দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
এ মামলায় মোট ২৬ জনকে স্বাক্ষী করা হয়। সূত্র: বাসস