অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ব্র্যাক ব্যাংক সম্প্রতি দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সাথে একটি ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তির আওতায় সারাদেশে জিপিএইচ ইস্পাতের পরিবেশকরা ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্র্যাক ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ সুবিধা পাবেন। চুক্তিটি জিপিএইচ ইস্পাতের ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের জন্য অত্যন্ত সহায়ক হবে। কারণ, তারা এখন ব্র্যাক ব্যাংক থেকে প্রয়োজনীয় মূলধনের চাহিদা পূরণের জন্য নিশ্চিত অর্থায়ন সুবিধা পাবেন।
জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্র্যাক ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন, হেড অব ইমার্জিং কর্পোরেট ইন্দ্রজিৎ সুর এবং হেড অব স্মল বিজনেস – ইস্ট আলমগীর হোসেন চট্টগ্রামে জিপিএইচ ইস্পাত অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের ক্রেডিট সিঙ্ক্রোনাইজেশন অ্যান্ড মনিটরিং ইউনিট হেড চম্পক চক্রবর্তী এবং ব্র্যাক ব্যাংক এর হেড অব রিজিওনাল কর্পোরেট-চট্টগ্রাম কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন।