নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে থানাধীন পাতিলা গ্রামস্থ ঈদগাহ এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল পাতিলা ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার পার্শ্বে অবস্থান গ্রহণ করে। অতঃপর আনুমানিক ০৬৩০ ঘটিকায় দুইজন ব্যক্তি মোটরসাইকেল যোগে পাতিলা ঈদগাহ অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।
বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিদ্বয় মোটরসাইকেল চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিজিবি টহলদল তাদেরকে পিছু ধাওয়া করলে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে পিছনে বসে থাকা ঝিনাইদহের মহেশপুর থানার বাঘাডাঙ্গা গ্রামের জাফরের ছেলে মোঃ সেলিম হোসেন (৩০) মোটরসাইকেল হতে রাস্তার পার্শ্বে পড়ে যায় এবং অপরজন মোটরসাইকেলসহ দ্রুত পলিয়ে যায়।
অতপরঃ বিজিবি টহলদল আটককৃত ব্যক্তির কোমরে পরিহিত লুঙ্গির ভাঁজের মধ্যে কস্টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১.৮৬৬ কেজি ওজনের ১৬টি স্বর্ণের বারসহ উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য-১ কোটি ৫৯ লক্ষ ৯৮ হাজার ৯৫৮ টাকা।
আটককৃত ব্যক্তিকে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের জন্য বহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।