লিহাজ উদ্দিন, পঞ্চগড় : দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আ: হান্নান শেখ।
সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলার ৫টি ভোট কেন্দ্রের ১০টি বুথে ভোটগ্রহণ শেষে গণনার পর রিটার্নিং অফিসার ও পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
আ: হান্নান শেখ চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মোটরসাইকেলের প্রতীকে পেয়েছেন ২৩১ ভোট এবং সতন্ত্র প্রার্থী অধ্যক্ষ দেলদার রহমান দিলু আনারস প্রতীকে পেয়েছেন ৯০ ভোট।
সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলায় রুবেল ইসলাম, তেঁতুলিয়া উপজেলায় আলমগীর হোসেন, আটোয়ারী উপজেলায় কমলেশ চন্দ্র ঘোষ, দেবীগঞ্জ উপজেলায় আক্তার হোসেন নিউটন এবং বোদা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আব্দুর রহমান।
দুটি সংরক্ষিত মহিলা আসনে আক্তারুন্নাহার সাকি এবং তানজিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।
জেলার পাঁচটি উপজেলা, তিনটি পৌরসভা ও ৪৩ টি ইউনিয়নের ৬০৪ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।