জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারি আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার দোগাছীর পেঁচুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নওগাঁর ধামুইরহাট উপজেলার পাগলা দেওয়ান গ্রামের আঃ হামিদের আবু কাহার (৩৭), একই উপজেলার জগদল খাইরুদ্দিনপাড়া এলাকার জাইবর হোসেন জাবেদের ছেলে ছানোয়ার হোসেন (৩২)।
জয়পুরহাট থানা অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান বলেন, গোপন সংবাদের ভিক্তিতে জানা যায় নওগাঁর ধামুইরহাট এলাকা থেকে জয়পুরহাটে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দ্যেশে নিয়ে আসার সময় সাব-ইন্সপেক্টর উজ্জল মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স ২ জনকে আটক করে ও তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।