প্রতিনিধি, ঝালকাঠি: সোমবার (২১ জুন) নলছিটি উপজেলায় ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঝালকাঠির নলছিটি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ ইউনিয়নে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
নলছিটির বিজয়ী চেয়ারম্যানরা হলেন, ভৈরবপাশা ইউনিয়নে মো. আবদুল হক, মগড় ইউনিয়নে মো. এনামুল হক শাহিন, কুলকাঠি ইউনিয়নে এইচএম, আখতারুজ্জামান বাচ্চু, রানাপাশা ইউনিয়নে মো. শাহজাহান হাওলাদার, সুবিদপুর ইউনিয়নে মো. আব্দুল গফ্ফার খান, কুশংঙ্গল ইউনিয়নে মো. আলমগীর হোসেন সিকদার, সিদ্ধকাঠি ইউনিয়নে কাজী জেসমিন ওবায়েদ, দপদপিয়া ইউনিয়নে মো. সোহরাব হোসেন বাবুল মৃধা, নাচনমহল ইউনিয়নে মো. সিরাজুল ইসলাম সেলিম এবং মোল্লারহাট ইউনিয়নে অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান সেন্টু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদের মধ্যে নাচনমহল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোসেন আকন খোকন প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নৌকা মার্কার একক প্রার্থী মো. সিরাজুল ইসলাম সেলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। নলছিটির ১০ ইউনিয়নের ২টিতে প্রথমবারের মতো ইভিএম-এ এবং বাকি ৮টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয়েছে।
এদিকে সুবিদপুর ইউনিয়নের মধ্যগোপালপুল কেন্দ্রে ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহিদুল ইসলাম দোলন মুন্সির সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জলিল মৃধার সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সকাল ১০টার দিকে দোলন মুন্সির সমর্থকরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী জলিল মৃধা ও সনজিৎ পাটিকরের এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখলের চেষ্টা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এতে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, দোলন মুন্সির ছোট দুইভাই তুহিন মুন্সি ও অপু মুন্সি এবং জলিল মৃধার ভাই ফরিদ মৃধা। উপজেলার অন্যত্র শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। ভোটকেন্দ্রগুলোতে নারী ও যুবক ভোটাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।