মহেশপুর প্রতিনিধিঃ মাদক উদ্ধার, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী আটকসহ বিভিন্ন কাজের জন্য ঝিনাইদহের জেলার শ্রেষ্ঠস্থান অধিকার করেছে মহেশপুর থানা।
রবিবার জেলা পুলিশের কল্যান সভায় ওসিসহ ১০ কর্মকর্তাকে করা হয়েছে পুরস্কৃত।
রোববার বিকালে মহেশপুর থানা চত্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, গত জুন মাসে ৪৬৭ বোতল ফেন্সিডিল, ১১ কেজি ৫১০ গ্রাম গাজা,৩৯ পিচ ইয়াবা টেবলেট, ১৬ লিটার মদ উদ্ধার, ওয়ারেন্টের ৩০ আসামী আটকসহ বিভিন্ন কাজের জন্য মহেশপুর থানা জেলার শ্রেষ্ঠস্থান অধিকার করেছে।
সে কারনেই জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আমাদেরকে পুরস্কৃত করেছেন।
মহেশপুর থানার পুরস্কার প্রাপ্ত কর্মকর্তারা হলেন অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া, এস আই হায়াত আলী,আব্দুল জলিল,সুব্রত কুমার,হাফিজুর রহমান,এ এস আই সজল কুমার,নওশন আলী,মুফাজ্জেল হোসেন ও কনেষ্টোবল লিটন কুমার।