গাজীপুর প্রতিনিধি : গ্রেফতারগাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২ টি চাকু, ১ টি স্টীলের চাপাতি, ১ টি এন্টি কাটার সহ ৪ জন ডাকাত গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ২১শে ফেব্রুয়ারি টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাছিমপুর এলাকায় থেকে জাহিদ হাসান রাসেল (২৪), স্বপন গাজী ওরফে শাহাজাদা (২৬), সাইদুল ইসলাম (৩৫) ও জুয়েল (২৬) কে গ্রেফতার করা হয়। এসময় সময় ৫/৬ ডাকাত কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা নং ০৯, তাং ২১/০২/২০২৩ খ্রীঃ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, ডাকাতির প্রস্তুতিকালে চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এরা দীর্ঘদিন যাবত টঙ্গী ও আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।