টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:– মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কৃষি শ্রমিকের শিশু পুত্র আলী হোসেন (২) পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শনিবার সকাল ৮টায় উপজেলার ধীপুর গ্রামের সুমন হাওলাদারের ভাড়াটিয়ার পুত্র পুকুরের পানিতে ডুবে গেলে খোঁজাখুজির আধাঘন্টা পর শিশুটির নিথর দেহ পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অতপর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
শিশু আলী হোসেন ময়মসিংহ জেলার বাসিন্দা মোহাম্মদ সুমন মিয়ার পুত্র। সুমন মিয়া টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর গ্রামে ঘড়ভাড়া নিয়া কৃষি শ্রমিকের কাজ করত।