শেখ রাজীব হাসান, টঙ্গী: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নং ওয়ার্ডে হাজী মাজার বস্তিতে ২৭ নভেম্বর সৃষ্টি হওয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে জরুরী সাহায্য নিয়ে পাশে দারিয়েছেন সেবাধর্মী সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটি। অগ্নিকান্ডের পর গত শনিবার রাতে বস্তির ৮ শতাধিক ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে সাহায়্য হিসেবে বিস্কুট বিতরণ করা হয়।
জানা যায়, গতকাল শনিবার ভোর রাতে উল্লেখিত বস্তিতে এক ভয়াবহ অগ্নিকান্ডের সূচনা হয়। আগুনে বস্তির প্রায় ৫ শতাধিক বসতি ঘর পুড়ে ভশ্ম হয়। আগুনে বস্তির লোকজন তাদের সর্বস্য হারায়।
এ খবর প্রাপ্ত হয়ে মানবিক সেবা মূলক সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান ও হক গ্রুপ অফ ইন্ডষ্ট্রিজের ব্যাবস্থাপনা পরিচালক আদম তমিজি হক জরুরি সাহায্য নিয়ে বস্তিবাসীর পাশে দাড়ান। এসময় তিনি ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ১ হাজার কার্টুন বিস্কুট বিতরণ করেন।
অনুষ্ঠানে উপন্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, ওসি মোঃ শাহ আলম, মানবিক বাংলাদেশ সোসাইটির সিইও জাহিদ হাসান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক সালেহ আহমদ হৃদয়, হক গ্রুপের জেনারেল ম্যানেজার আবুল খায়ের, রাজু আহমেদ ও সহকারি ব্যবস্থাপক প্রশাসন মোঃ হয়রত আলী ঈশানসহ কোম্পানীর অন্য কর্মচারি এবং মানবিক বাংলাদেশের নেতাকর্মীরা।