সংবাদদাতা, টাঙ্গাইল: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৬ জন।
আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব পার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব পার গোলচত্বর এলাকায় ঢাকামুখী একতা পরিবহনের বাস ও উত্তরবঙ্গ গামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। এ সময় আহত হন অন্তত ৪১ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপর এক যাত্রীর মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় এরইমধ্যে হাইওয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশসহ আশেপাশের থানার পুলিশ সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে। এখন পর্যন্ত দুর্ঘটনা কবলিত যান উদ্ধার সম্ভব হয়নি।