300X70
মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

টিকটক ব্যবহারে হচ্ছে নতুন নিয়ম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২১, ২০২১ ১২:৩৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন:
নতুন এ নিয়মে ১৪ বছরের নিচে ব্যবহারকীরা ৪০ মিনিটের অধিক টিকটক ব্যবহার করতে পারবে না। সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটক এবার তাদের ব্যবহারকারীদের জন্য নতুন এক নিয়ম চালু করেছে।

টিকটকের চীনা সংস্করণ ডুয়িং নতুন নিয়ম চালু করেছে। নতুন এ নিয়মে চীনে ১৪ বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য ‘ইয়ুথ মুড’ নামে একটি ফিচার চালু করা হয়েছে। এর মাধ্যমে অযাচিত ভিডিও রােধ করা যাবে বলে জানিয়েছে অ্যাপসটির কর্তৃপক্ষ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ুথ মুডের মাধ্যমে চৌদ্দ বছরের নিচে যারা রয়েছে তারা দিনে মাত্র ৪০ মিনিট টিকটক ব্যবহারের সুযােগ পাবে। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই সময়ের মধ্যে ৪০ মিনিটের। জন্য তাদের টিকটক ব্যবহার করতে হবে।

তরুণদের সুরক্ষায় এমন পদক্ষেপ টিকটকের ইতিহাসে সবচেয়ে কঠিন বলে জানান ডুয়িং। চলতি বছর চীনা কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারে নতুন নীতিমালা আরােপ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে। সামাজিক অবক্ষয় রােধ করা যাবে। ইন্টারনেটে এমন কিছু সেলিব্রেটি রয়েছে, যাদের অন্ধ ভক্ত রয়েছে। ফলে তাদের অনুসরণ করে অপরাধের মাত্রা বাড়তে থাকে।

এদিকে জনপ্রিয় ‘উইচ্যাট’ নামের ম্যাসেজিং অ্যাপসটিও ইয়ুথ মুড চালু করেছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :