বাহিরের দেশ ডেস্ক: রাজধানীতে টিপ পরায় এক শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীরা। তারা সবাই টিপ পরে ওই শিক্ষিকা ও হয়রানির শিকার সকলের সাথে সংহতি জানিয়েছেন।
মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে ছবিটি আপলোড করা হয়। ফেসবুকে দূতাবাস জানায়, এ সপ্তাহে টিপ পরার জন্য একজন পুলিশ কর্তৃক এক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশকারী সকল বাংলাদেশির সাথে যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায় যোগ দিয়েছে। যেকোনো ধরনের হয়রানি অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র দূতাবাসের সদস্যগণ বাংলাদেশের মানুষের বিভিন্নতা উদযাপনপূর্বক সকল ব্যক্তির প্রতি সম্মানের আহ্বান জানিয়ে উক্ত শিক্ষিকা ও হয়রানির শিকার সকলের সাথে সংহতি জানিয়ে কপালে টিপ পরেছেন।
উল্লেখ্য, টিপকাণ্ডে শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় মামলা হয়েছে। হেনস্থার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।