অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রাণ ডেইরি ও ইউরোপীয় বহুজাতিক দুগ্ধ সমবায় প্রতিষ্ঠান আরলা ফুডসের স্থানীয় সাবসিডিয়ারি আরলা ফুডস বাংলাদেশ টেকসই উপায়ে উন্নতমানের দুগ্ধ উৎপাদনের উদ্যোগ নিয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং সিইও আহসান খান চৌধুরী ও আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার হলবার্গ স¤প্রতি এ সংক্রান্ত লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর করেছেন। ঢাকায় আরলা ফুডসের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইলিয়াস মৃধা, প্রাণ ডেইরির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, আরলা ফুডস বাংলাদেশের হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মদ, কমার্শিয়াল প্রজেক্ট ম্যানেজার টোনি লেটনেন।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং সিইও আহসান খান চৌধুরী বলেন, দেশে দুগ্ধ শিল্পের জন্য ভালো কিছু করার এটি একটি বিশাল সুযোগ। প্রাণ ডেইরি প্রত্যন্ত অঞ্চলের চুক্তিভিত্তিক খামারিদের সঙ্গে কাজ করছে। তাদের কর্মদক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়া মান বাড়াতে টেকসই দুগ্ধ উৎপাদনে মনোযোগী হওয়ার পাশাপাশি স্থানীয় খাতের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার ব্যাপারে জোর দিতে হবে।