সংবাদদাতা, গাজীপুর:গাজীপুরের কালীগঞ্জে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহিম খাঁন (৭২) নিহত হয়েছে। এ ছাড়া, তার স্ত্রী যুগ্ম সচিব (ওএসডি) দিল জুয়ারা খানম (৫৬) ও প্রাইভেটকার চালক সোলেমান (৩২) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলওয়ে সড়কের কালীগঞ্জ উপজেলার নাগরী উইনিয়নের নলছাটা এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী গণমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইমায়েদুল জাহেদী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘সন্ধ্যায় নলছাটা এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আব্দুর রহিম খাঁন, তার স্ত্রী জুয়ারা খানম ও চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ওই অধ্যাপককে মৃত অবস্থায় এবং দিলজুয়ারা খানম ও চালককে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।’
অধ্যাপক আব্দুর রহিম খাঁন ও দিল জুয়ারা খানম রাজধানীর মিরপুর ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে থাকেন।
১৯৮৪ ব্যাচের কর্মকর্তা যুগ্ম সচিব দিলজুয়ারা খানমকে ২০১৭ সালের ১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সেচ্ছায় আবসরে পাঠানো হয়।
গাড়ি চালক সোলেমান বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর গ্রামের এনছের আলী সরদারের ছেলে।