প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শতাধিক অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করেছে সত্যের সৈনিক নামের একটি সংগঠন।
সংগঠনটি তাদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন এর লক্ষ্যে আজ রোববার সকালে আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক মুহাঃ সাজিদ নূর করিম,উপ পরিচালক আব্দুল মুকিম অমি,কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মুহা আবু সিনান, আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষিন্দ্রনাথ রায়, সহকারী শিক্ষক আবদুল আলিম ও অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি জেলার বিভিন্ন এলাকার গরীব অসহায় ও পথশিশুদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। করোনা মোকাবিলায় সংগঠনটি তিন শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে। এছাড়াও সংগঠনটি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর বিতর্ক সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করে থাকে।