নিজস্ব প্রতিবেদক : ঠিকানা হারিয়ে রাজধানীর তেজগাঁও এলাকায় ঘুরছিল নুর মোহাম্মদ (৬) নামের এক শিশু। খবর পেয়ে তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শিশুটির গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণ। উচ্চতা ২ ফিট ৮ ইঞ্চি। উদ্ধারের সময় পরনে ছিল গোলাপী রঙের গেঞ্জি।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার হেপি হোমস কুনিপাড়া মোহাম্মাদিয়া হোটেলের ম্যানেজারের কাছ থেকে শিশু নুর মোহাম্মদকে উদ্ধার করে থানায় নিয়ে যান তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) সুমন হোসেন।
আজ শনিবার (২৯ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, পুলিশ শিশুটির নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে সে বাবার নাম মো. সাদ্দাম ও মায়ের নাম নুর জাহান বলে জানায়। ওই সময় তার আশেপাশে কোনো আত্মীয়-স্বজনকে না পাওয়ায় থানা পুলিশ তাকে নিরাপদ হেফাজত রাখার জন্য তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে আসে।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শিশুটিকে কেউ চিনে থাকলে এবং তার স্বজনদের সন্ধান পেলে অথবা সংশ্লিষ্ট কোনো ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার-মোবাইল নম্বর- ০১৭৪৫-৭৭৪৪৮৭ ও টিএন্ডটি -০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।