300X70
বৃহস্পতিবার , ২৬ মে ২০২২ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ডাকাত সন্দেহে র‍্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৬, ২০২২ ১০:২১ পূর্বাহ্ণ

সংবাদদাতা, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে স্থানীয়রা। এতে গুরুতর আহত হয়েছে তিন র‌্যাব সদস্য। এদের মধ্যে গুরুতর আহত দুই র‌্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে রাতেই ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।

আহত র‌্যাব সদস্যরা হলেন, কাউসার (২৯), মোখলেস উদ্দিন (৩৩) ও পারভেজ (২৮)। পারভেজকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে অভিযানে যাওয়ার পথে বারইয়ারহাট পৌরবাজারে র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে।

এসময় হামলায় ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেটকার (চট্ট মেট্টো গ-৪৫-২০২৯) উদ্ধার করা হয়। ঘটনার সময় ফাঁকা গুলির ঘটনা ঘটে। ঘটনার পর র‌্যাব ও জোরারগঞ্জ থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাবের সদর কোম্পানি কমান্ডার তাহিয়াত চৌধুরী বলেন, র‍্যাব সদস্যরা একটি প্রাইভেটকার আটক করলে প্রাইভেট কারে থাকা লোকজন ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন তাদেরকে গণপিটুনি দেয়।

চট্টগ্রাম জেলা পুলিশের মিরসরাই সার্কেল এসপি লাবীব আব্দুল্লাহ জানান, দুটি গাড়িতে একটি অভিযানে যাওয়ার পথে মিরসরাই পৌর বাজার এলাকায় ডাকাত আখ্যা দিয়ে স্থানীয়দের সংঘবদ্ধ একটি দল র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। কেউ কিছু বুঝে উঠার আগেই ডাকাত আখ্যা দিয়ে প্রায় শতাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে এ হামলা চালায়।

পরে পেছনে থাকা র‌্যাবের অপর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ এবং চট্টগ্রাম নগরী থেকে র‌্যাবের অতিরিক্ত টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে ফেনী ও পরে গুরুতর আহত দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠায়।

এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে র‌্যাবের পৃথক একটি দল এবং থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে অবস্থান করছে। এ ছাড়া আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :