নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এডিস মশার প্রকোপ নির্মূলে একযোগে ১০টি অঞ্চলে অভিযান চালিয়ে ১১ মামলায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বিভিন্ন ভবন স্থাপনা পরিদর্শন করে এডিস মশার লার্ভা পাওয়ায় এই জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৬ মাসের
সোমবার সকালে ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেটবৃন্দ এসব অভিযান পরিচালনা করেন। ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালানোর নির্দেশ প্রদান করেন।
এছাড়া নিয়মিত কাজের অংশ হিসেবে ৫৪টি ওয়ার্ডেই মশক নিধন ওষুধ প্রয়োগ অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।