নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি), জনস্বার্থে স্বাস্থ্যবিধি অনুসরণসহ সরকারি নির্দেশনাসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নে, চলমান উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে ১০টি মামলায় ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও উচ্ছেদপূর্বক আরো প্রায় দেড় কিলোমিটার ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযোগের প্রেক্ষিতে ‘সবার ঢাকা’ অ্যাপে আসা ১১ টি অভিযোগও নিষ্পত্তি করা হয়।
মঙ্গলবার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান (অঞ্চর-২), মোঃ আবেদ আলী (অঞ্চল-৪) ও সাজিয়া আফরীন (অঞ্চল-৬) মিরপুর ও উত্তরা অঞ্চলে এই অভিযান পরিচালনা করেন।
এ সময় প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো জোবায়দুর রহমান রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ও স্থানীয় সরকার আইনে এসব মামলা ও জরিমানা করা হয়েছে।