সংবাদদাতা, দিনাজপুর: ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক খাজা আল আমিন সোহাগকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে শহরের পূর্ববাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি খাজা সামছুল আলমের ছেলে।
মামলার এজাহার অনুসারে, সোহাগ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ একাধিক ব্যক্তির নামে ‘অশালীন, ভিত্তিহীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য’ প্রচার করে আসছিলেন। এতে তাদের মান ক্ষুণ্ন হয়।
এ কারণে জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান ইকবাল হাসান সাবু সোহাগের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গত বৃহস্পতিবার জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।