সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও দুইজনের মৃতদেহ পাওয়া গেছে।
পুলিশ ও দমকল কর্মীরা এই খবর নিশ্চিত করলেও সরকারিভাবে নতুন মৃতদেহ উদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি।
দমকল বাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ভেতরে দুটি পুড়ে যাওয়া দেহাবশেষ পেয়েছেন তারা। তবে অতিমাত্রায় পুড়ে যাওয়ার কারণে ভালো বোঝা যাচ্ছে না।
ভেতরে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, এগুলোকে উদ্ধার করে ডিএনএ পরীক্ষা করে দেখা হবে।
এদিকে ওই কন্টেইনার ডিপোর আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেন, ডিপোর আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। কিছু কাপড়ের জিনিসপত্র থাকার কারণে ধোঁয়া বের হচ্ছে। কিন্তু এখন আর কোনো ঝুঁকি আছে বলে মনে হচ্ছে না।
সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম এসে পুরো জায়গাটি পরীক্ষা করে দেখবে যে, সেখানে আর কোনরকম ঝুঁকি আছে কিনা।
এর আগে গত শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় ৫ কিলোমিটার এলাকা জুড়ে কম্পন সৃষ্টি হয়। বাসা-বাড়ি, মসজিদের জানালার গ্লাস, দরজার লক ভেঙে যায়। আশপাশের স্থানীয়রা ঘর ছেড়ে দূরবর্তী স্থানে চলে যায়।
এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যসহ ৪১ জন মারা গেছেন। কয়েকশ’ মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের মধ্যে ২৫ জনের নামপরিচয় মিলেছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।