নিজস্ব প্রতিবেদক : ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ভর্তি প্রক্রিয়ায় এসএসসি ও দাখিল পর্যায়ের বিজ্ঞান বিভাগ ব্যতিত মানবিক ও বাণিজ্যিক শাখার শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মেকআপ পদ্ধতি প্রচলনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতি (বিপিপিইএ)।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপিপিই’র আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয় এ ধরনের ভর্তির নীতিমালা বৈষম্যমূলক, অযৌক্তিক ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টির পাশাপাশি প্রধানমন্ত্রীর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কর্মপরিকল্পনাকে চরমভাবে বাধাগ্রস্ত করবে।
এ শিক্ষায় ড্রপআউটের ব্যাপারে কারিগরি শিক্ষা বোর্ড মানবিক, বাণিজ্যিক ও দাখিল থেকে পাস করা শিক্ষার্থীদের দায়ী করলে বিষয়টির বাস্তব ভিত্তি নেই। কেননা, অতীতে পরীক্ষার ফলাফল বিশ্লেষণে বিজ্ঞান, বাণিজ্যিক, মানবিক ও দাখিল শিক্ষার্থীদের ড্রপআউট হওয়ার হার তেমন কম-বেশি নেই, বরং মানবিক, বাণিজ্যিক ও দাখিলের শিক্ষার্থীরা অধ্যয়নে মনোযোগী থাকায় বিজ্ঞান বিভাগের ন্যায় ফলাফল করে আসছে।
সার্বিক অবস্থা বিবেচনায় পলিটেকনিক উদ্যোক্তা সমিতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য প্রকাশিত নীতিমালা বাতিল করার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহবান জাননো হচ্ছে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি ইঞ্জিঃ মোঃ শামসুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সহ-সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক সোহেলী ইয়াসমিন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদ্যোক্তা সমিতির নির্মল চন্দ্র সিকদার, শাহাবুদ্দীন সৈকত, তারিকুল ইসলাম, জাকির হোসেন, শহীদুল ইসলাম, মাহবুবুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।