নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: জিজ্ঞাসাবাদের জন্য মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিবাগত রাত ২টার পর ডিবির একটি বিশেষ দল মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে ইব্রাহীমকে আটক করে। তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মো. হাফিজ আক্তার বলেন, ‘মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন বলে অভিযোগ আছে। সেগুলো যাচাই করতে আমার তাকে জিজ্ঞাসাবাদ করছি।’
এরআগে সোমবার দিবাগত রাত ৩ টায় মুফতি কাজী ইব্রাহীমের মোহাম্মদপুরের বাসায় সন্ত্রাসী হামলার অভিযোগ এনে ফেসবুকে তার নিজস্ব পেজে একটি স্টাটাস দেওয়া হয়। স্টাটাসে আলোচিত এই ইসলামিক বক্তা একটি অডিও বার্তা প্রকাশ করে। সেখানে তিনি বলেন, মোহাম্মদপুরের লালমাটিয়ার জাকির হোসেন রোডে একটি বাসায় তার স্ত্রী-সন্তানসহ সন্ত্রাসীদের হামলার স্বীকার হয়েছেন।
শীর্ষনিউজ/এম