বাঙলা প্রতিদিন ডেস্ক : ভারতে চলমান ১৩২তম ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে আজ রবিবার (৬ আগষ্ট) বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল অত্যন্ত শক্তিশালী কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে ২-২ গোলে ড্র করেছে।
প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশ সেনাবাহিনী দল দুটি গোল পরিশোধ করে।
অতিরিক্ত ৬ মিনিটের শেষ অংশে বাংলাদেশ সেনাবাহিনী দলের মেরাজ দ্বিতীয় গোল করে সমতা আনয়ন করেন। বাংলাদেশ সেনাবাহিনী দলের পক্ষে ইমন প্রথম গোলটি করেন।
আগামী ১০ আগস্ট ২০২৩ তারিখে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী দল রাউন্ড গ্লাস পাঞ্জাব দলের মোকাবিলা করবে।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নিজ উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল প্রথম বারের মত এশিয়ার সবচেয়ে প্রাচীন এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।