নিজস্ব প্রতিবেদকঃ বীমা খাতের তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ডের সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সর্বশেষ ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ২০১৭ হিসাব বছরে ২৫ শতাংশ নগদ, ২০১৬ হিসাব বছরে ২০ শতাংশ নগদ ও ২০১৫ হিসাব বছরে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তবে ২০১৯ হিসাব বছর থেকেই আর্থিক প্রতিবেদন অনুমোদন না হওয়ার কারণে কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করতে পারছে না। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি ২০২০, ২০২১ ও ২০২২ হিসাব বছরের অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদনও প্রকাশ করেনি কোম্পানিটি।