নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
ঢাকা শহরের পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ী ও গোলাপবাগ মাঠসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি ছয় হাজারের অধিক সদস্য মোতায়েন করা হয়।
এ বিষয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক সৈয়দ ইফতেহার আলী বলেন, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমরা পুলিশের পাশাপাশি কাজ করে যাচ্ছি। যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা বন্ধে আনসার সদস্যরা প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, দেশের জনগণের সম্পদের যাতে কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে, সে বিষয় আমরা সজাগ রয়েছি।
গত ৭ ডিসেম্বর থেকে পুলিশের সঙ্গে আনসার সদস্যদেরকে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে টহলরত অবস্থায় দায়িত্ব পালন করে।