নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় গত সোমবার (১৮ এপ্রিল) রাত ১১ টা থেকে মঙ্গলবার দুপুর ১ টা পর্যন্ত র্যাব- ১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সোহেল (২৫), রিপন শরীফ (২৪), মানিক হোসেন (৩০) ও সাগর (৩৫) নামে ৪ জন ছিনতাইকারী গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি ছুরি, ৩টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে।