ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জে ২২ কেজি গাঁজাসহ ৩ ও ৫,৭৪০ পিস ইয়াবা ও হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর পৃথক আভিযানিক দল।
জানা গেছে, গত শনিবার (৭ আগস্ট) দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর মডেল থানাধীন পোস্তগোলা চৌরাস্তা এলাকায় একটি অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশীসহ আরিফ হাসান (১৯), রাকিব মৃধা (১৮) ও সাগর হাওলাদার (২৬) নামের ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪৭০ টাকা জব্দ করা হয়।
এদিকে, ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ হতে গত শনিবার (৭ জুলাই) বিকালে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭৪০ পুরিয়া হেরোইনসহ আরিফুর রহমান (২৬) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন রাতে র্যাব- ১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৫,৭৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাহিদ জোমাদার (২২) ও তারিফুল ইসলাম (২৩) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।