নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানী ঢাকায় পৃথক ঘটনায় রামপুরা ও ডেমরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রবিবার (১২ জুন) ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে এই তথ্য নিশ্চিত করেন (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
আহতরা হলেন কাঁচামাল ব্যবসায়ী আ. রাজ্জাক (৪৮) ও অটোরিকশা চালক বাবুল সিকদার (৬০)।
আহত রাজ্জাক জানান, তিনি রামপুরা কুঞ্জবন এলাকায় থাকেন। ভ্যানে করে মগবাজার এলাকায় কাঁচামাল বিক্রি করেন তিনি। কাঁচামাল কিনতে ভোর ৪টার দিকে ভ্যান নিয়ে কারওয়ান বাজার যাচ্ছিলেন। পথে রামপুরা টিভি সেন্টারের সামনের রাস্তায় দুই যুবক তাকে থামায়। এরপর গলির ভিতর থেকে আরও ৪জন এসে তাদের সঙ্গে যোগ দেয়। তখন তারা ধারালো অস্ত্র বের করে রাজ্জাককে ভয় দেখিয়ে পকেটে থাকা সাড়ে ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। তবুও পিছন থেকে একজন তার বাম কাঁধে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত আহত অবস্থায় তিনি ভ্যান নিয়েই গ্যারেজে চলে যায়। সেখান থেকে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।
এদিকে বাবুল সিকদার জানান, তিনি নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ উপজেলার রসূলবাগে থাকেন। রাতে আটোরিকশা চালাচ্ছিলেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিটাগাং রোড থেকে এক যাত্রী ডেমরা স্টাফ কোয়ার্টার যাওয়ার জন্য তার রিকশায় ওঠে। স্টাফ কোয়ার্টার হাজী নগর মহিলা মাদরাসার সামনে আসলে হঠাৎ করেই রিকশায় বসে থাকা ওই যাত্রী তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে চালকের চিৎকারে আশপাশের গাড়ি চালকরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়।