ডিএনসিসিতে ২৪টি পার্ক ও খেলার মাঠ হবে
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরে ২৪ টি পার্ক ও খেলার মাঠ করা হবে জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগামী সোমবার থেকে মশা মারতে অঞ্চল ভিত্তিক ক্রাশ প্রোগ্রাম চালু করা হবে।
আজ শনিবার (৬ মার্চ ) সকালে বনানীতে শহিদ যায়ান চৌধুরী মাঠের শুভ উদ্বোধন ও প্রীতি ক্রিকেট ম্যাচে এ কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, পুরো রাজধানীকে ১০ টি অঞ্চলে ভাগ করে আমরা এই ক্রাশ প্রোগ্রাম শুরু করবো। এছাড়া প্রত্যেকটা ওয়ার্ডকে চারশ বাই চারশ গজ ম্যাপিং করে আমরা এই কার্যক্রম চালাবো।
তিনি আরও বলেন, চার কোটির টাকারও বেশি ব্যয় হবে এসব মাঠ নির্মাণ কাজে।
মাঠের ক্রিকেট পিচ আন্তর্জাতিক মানের করা হচ্ছে। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে মাঠ হস্তান্তর করা হবে। পথ শিশুদের জন্য একটি নির্দিষ্ট সময় বেধে দেয়া হবে বলেও জানান তিনি।