নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ এ ১৭ই মার্চ যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন, প্রশাসনিক ভবন, আরপি গেইট, কারা ক্যাম্পাস, কারা অভ্যন্তর এ স্হানীয়ভাবে সৌন্দর্যবর্ধন, আলোকসজ্জা, সাজসজ্জা, ব্যানার, ফেস্টুনে সজ্জিত করা হয়।
পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং নতুন কারাগারের কারাভ্যন্তরে অস্হায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কারা কর্মকর্তা/কর্মচারী, মুক্তিযুদ্ধা বন্দী, ১৩ টি ভবনের বন্দী ব্যারাকে আটক বন্দীদের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ, কারাভ্যন্তরে খেলার মাঠে বন্দীদের কম্বল দিয়ে ২২০ ফিট দৈর্ঘ্য ও ১৬০ প্রস্থ আকারের বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ, বন্দীদের নিয়ে বঙ্গবন্ধুর উপর আলোচনা সভা ও কেক কাটা, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, কারা অভ্যন্তরে চলমান মক্তব ও কারা জামে মসজিদে বিশেষ দোয়া,বন্দীদের মাঝে উন্নত মানের খাবার (সকালে- সেমাই ও মুড়ি,দুপুরে- সাদা ভাত, রুই মাছ ও আলুর দম,রাতে- পোলাও,গরুর মাংস,খাসির মাংস, সালাত,মিষ্টি, কমল পানীয়,পান সুপারি, ইত্যাদি) যথাসময়ে সুষ্ঠুভাবে পরিবেশন করা হয়। খাবার পরিবেশনকালে ঢাকা বিভাগীয় ও সদর দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালনকারী কারা উপ- মহাপরিদর্শক জনাব মো: তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।আবাসিক এলাকায় শিশুদের সাথে জাতির পিতা বঙ্গবন্ধুর উপর আলোচনা, কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্টাফদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।