ফারুক হোসেন, গাইবান্ধা: “যত হাঁটবেন, তত তরুণ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং দেশের মানুষকে পায়ে হাঁটার জন্য উদ্বুদ্ধ করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান নিত্যরঞ্জন বর্মন রাজধানী ঢাকা থেকে পায়ে হেটে ২৫০ কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে গতকাল শনিবার গোবিন্দগঞ্জে এসে পৌছেন।
তিনি গতকাল বিকেল ৪টায় গোবিন্দগঞ্জে এসে পৌছিলে তাঁকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গোবিন্দগঞ্জবাসী, রাখালবুরুজ সমিতি, এপেক্স ক্লাব ও বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নিত্যরঞ্জন বর্মন এবং তাঁর সহযোগী সুজন কুমার বর্মনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান।
গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহাদুজ্জান সরকার মাজুল এর সঞ্চালনায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক কাজী গোলাম কাদের, নকুল কুমার রায়, বর্তমান শিক্ষক মোকাররম হোসেন রানা, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের শিক্ষক দীপক কর, রাখালবুরুজ ইউনিয়ন সমিতির সভাপতি আব্দুল গণি সরকার, গোবিন্দগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও এসএসসি ৮৮ ব্যাচের প্রতিনিধি রিমন কুমার তালুকদার, এপেক্স ক্লাবের সাবেক সভাপতি শাহারুল ইসলাম প্রমুখ।