বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে তরমুজ পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় বনপাড়া পৌরসভার কালিকাপুর বেড়পাড়া এলাকার সাখাওয়াত হোসেন ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। তাহার পিতার নাম আঃ খালেক।
তিনি ঢাকা হতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি ঢাকা একটি প্রাইভেট কম্পানীতে চাকরি করতেন।
বনপাড়া হাইওয়ে পুলিশ ও স্হানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সখাওয়াত হোসেন ঢাকা হইতে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে আসতেছিলেন তরমুজ পাম্প এলাকায় আসিলে এই সময় একটি ট্রাক এর সাথে ধাক্কা লেগে তাহার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন আমরা দুর্ঘটনার খবর পেয়ে সেখানে গিয়ে লাশ নিয়ে এসে বনপাড়া হাইওয়ে থানা রাখি ও পরবর্তীতে আত্মীয়-স্বজনের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন,লাশ রাএিতে বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং রাএিতে দাফন করা হয়েছে।