নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন এক নারী শিক্ষার্থী। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রক্টর অভিযুক্ত ছাত্র এবং ওই নারী শিক্ষার্থীকে ডেকে পাঠিয়েছেন।
অভিযোগের একটি অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমের কাছে জমা দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে নারী শিক্ষার্থী জানিয়েছেন, গত ২৭ সেপ্টেম্বর পড়াশোনার বিষয়ে আলোচনা করবে এমন কথা বলে তার সহপাঠী তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি দুপুরে বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে যান। লাইব্রেরিতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাকে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাকে কয়েক দফা পথ রোধ করা হয় ও শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করা হয়।
ওই শিক্ষার্থী অভিযোগ করেন, ‘তখন মনে হয়েছে সে আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে। ধ্বস্তাধস্তির একপর্যায়ে সে আমাকে ধাক্কা দিলে সিঁড়িতে পড়ে যাই। সেখান থেকে কোনো মতে কেন্দ্রীয় লাইব্রেরিতে পৌঁছাই। সেখানে সিনিয়র শিক্ষার্থীদের জানালে তারা আমাকে বাসায় পৌঁছে দেন।’
এ ঘটনার পরে অভিযুক্ত তার বাসা পর্যন্ত পিছু নেয়। এসব ঘটনায় ওই শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন ওই শিক্ষার্থী।
লিখিত অভিযোগ পেয়েছেন নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, ‘তদন্তের পর অভিযোগের প্রমাণ পেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্ত শিক্ষার্থীর বিভাগীয় চেয়ারপারসনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অভিযোগটি আমরা আমলে নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’