নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাদে বিয়ার পান ও চিৎকার করে গান গাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে লাঠিসোটা নিয়ে মহড়া দিয়েছে হল শাখা ছাত্রলীগের দুই পক্ষ। এতে হলে উত্তেজনা বিরাজ করে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জহুরুল হক হলের মূল ভবনের ছাদে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে এ ঘটনা ঘটে। এসময় হাতাহাতির ঘটনাও ঘটে। পরে হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জহুরুল হক হল সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনের অনুসারী রাকিবুল হাসান রাহীসহ তৃতীয় বর্ষের একদল কর্মী হলের মূল ভবনের ছাদে বিয়ার পান এবং উচ্চস্বরে গানও গাইছিলেন। এ সময় ছাদে যান হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দীন রানার অনুসারী আসাদুজ্জামান ফরিদসহ স্নাতকোত্তরে অধ্যয়নরত একদল কর্মী। তারাও মদ্যপানের জন্য সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে। ছাদে গিয়ে ফরিদ রাহীসহ অন্যদের ছাদ থেকে চলে যেতে বলেন। কিন্তু তারা ছাদ থেকে না যাওয়ায় উভয়পক্ষে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফরিদ রাহীকে থাপ্পড় দেন। পরে এ ঘটনা হলে ছড়িয়ে পড়লে উভয়পক্ষে শতাধিক নেতা-কর্মী লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান নেন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয়। পরে হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।