নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আবুল বাসার শামীম (৪৯) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষীরা জানিয়েছেন, আবুল বাসার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতাল হয়ে আজ ভোরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই কারাবন্দী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।