এক ডিভাইসে শীর্ষস্থানীয় উদ্ভাবন, অনবদ্য ডিজাইন আর নিখুঁত ছবির সমন্বয়
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : তরুণদের প্রয়োজন বিবেচনায় নিলে এটা বলায় যায় যে, বর্তমানে যেকোনো স্মার্টফোনে দুর্দান্ত ক্যামেরা, সুবিশাল স্টোরেজ, নিরবচ্ছিন্ন পারফরমেন্স, দীর্ঘস্থায়ী চার্জিং সক্ষমতা ও অনবদ্য ডিজাইনের মতো বিষয়গুলো থাকা জরুরি। এসব বিবেচনা করে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিয়ে এসেছে সি৫৫। উদ্ভাবনের শক্তির মাধ্যমে এই ডিভাইস তরুণদের ক্ষমতায়নে কাজ করেছে।
আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর এই ডিজিটাল যুগে টিকে থাকতে হলে উদ্ভাবন ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা তরুণদের জন্য গুরুত্বপূর্ণ। রিয়েলমি’র ‘চ্যাম্পিয়ন’ সি সিরিজের সর্বশেষ সংযোজন রিয়েলমি সি৫৫ স্মার্টফোন তরুণদের এই প্রয়াসে সহায়ক ভূমিকা রাখছে। এই ফোনে আছে রিয়েলমি’র সর্বাধুনিক প্রযুক্তি ও সেগমেন্ট-সেরা চারটি ফিচার, যার ফলে ডিভাইসটি দেশের শিক্ষার্থী ও তরুণ সমাজের জন্য উপযুক্ত স্মার্টফোন হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিভাইসটিতে রয়েছে সেগমেন্টের একমাত্র ৬৪ মেগাপিক্সেল এআই ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বিঅ্যান্ডডব্লিউ (ব্ল্যাক অ্যান্ড হোয়াইট) লেন্স। ডিভাইসটি নিখুঁত ও ঝকঝকে ছবি তুলতে ও দুর্দান্ত ভিডিও করার জন্য উপযুক্ত ফোন। ছবি তুলতে ও কনটেন্ট নির্মাণ করতে ভালোবাসে এমন তরুণদের জন্য সেরা একটি ফোন সি৫৫।
পাশাপাশি, এই সেগমেন্টের সবচেয়ে বেশি স্টোরেজের ডিভাইস রিয়েলমি সি৫৫, যেখানে ১৬ জিবি ‘ডায়নামিক’ র্যাম ও ২৫৬ জিবি ‘চ্যাম্পিয়ন’ স্টোরেজ রয়েছে। ডিভাইসের গতি কমে যাবে এই দুশ্চিন্তা ছাড়াই তরুণ ব্যবহারকারীরা এখন তাদের প্রয়োজনীয় সবকিছুই এ ডিভাইসে স্টোর করে রাখতে পারবেন। ছবি হোক বা ভিডিও, বা কোনো স্টাডি ম্যাটেরিয়াল, প্রয়োজনীয় কোনো কিছুই আর ফোন থেকে ডিলিট করতে হবে না।
ডিভাইসটিতে আরও আছে সেগমেন্টের সবচেয়ে দ্রুতগতির ৩৩ ওয়াট সুপারভুক চার্জ, সাথে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। ক্লাস অথবা বাইরে বন্ধুদের সাথে আড্ডায়, তরুণ ব্যবহারকারীদের আর ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।
এছাড়া, তরুণদের কথা বিবেচনা করে ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিভাইসটির ৬ জিবি র্যাম/১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি এখন কেনা যাবে মাত্র ১৮,৯৯৯ টাকায়; এবং ৮ জিবি র্যাম/২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টটি কেনা যাবে মাত্র ২২,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
এই ফোন এমন একটি ডিভাইস যা তরুণ প্রজন্মের সব ধরণের প্রয়োজন পূরণ করতে সক্ষম। লিপ-ফরওয়ার্ড উদ্ভাবন সম্বলিত এই ফোন তরুণ শিক্ষার্থী ও প্রজন্মের ক্ষমতায়নে অবদান রাখছে। রিয়েলমি সি৫৫ ফোনটি সঠিকভাবে ব্যবহার করলে তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যত হবে আরও সমৃদ্ধ ও উজ্জ্বল।