বাহিরের দেশ ডেস্ক: চীন সীমান্ত-সংলগ্ন তাজিকিস্তানে আজ বৃহস্পতিবার ভোরে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭.৩। এর ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
চীনা ভূমিকম্প কেন্দ্রের খবরে বলা হয়, চীন সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে ছিল ভূকম্পটির উৎপত্তিস্থল। ভূকম্প উইঘুর-অধ্যুষিত জিনজিয়াং অঞ্চলের কাশগর ও আরটাক্সে প্রবলভাবে অনুভূত হয়।
প্রাথমিক ভূমিকম্পের ২০ মিনিট পর ৫.০ মাত্রার আরেকটি আফটারশক হয়। ভূমিকম্পে আঘাত হানা এলাকাটিতে তেমন জনবসতি নেই বলে জানানো হয়েছে।