জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তারিকুল আমিন ভূইয়াকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন ডিএসই থেকে আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা শেষে তাকে এ পদে নিয়োগ দেওয়া হবে।
মঙ্গলবার এমডি পদে তারিকুল আমিন ভূইয়াকে অনুমোদন দিয়ে ডিএসইকে চিঠি পাঠিয়েছে বিএসইসি।
ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেছেন, ‘আমরা বিএসইসির চিঠি পেয়েছি। এখন আনুষাঙ্গিক কাজ শেষে আমরা উনাকে এমডি হিসেবে নিয়োগপত্র দেবো।’
এর আগে ডিএসইর এমডি পদে নিয়োগ চেয়ে তারিকুল আমিন ভূইয়া, অভিজিৎ কুমার সাহা ও মুস্তাফিজুর রহমানের নাম বিএসইসিতে প্রস্তাব করে ডিএসই কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে কমিশন তারিকুল আমিন ভূইয়াকে এমডি পদে নিয়োগের অনুমোদন দিয়েছে।
তারিকুল আমিন ভূইয়া ফ্রেন্ডশিপ এনজিওর আইটি অ্যাডভাইজার ও প্রতিষ্ঠাকালীন সিইও এবং হাস্কলাউড পিটিওয়াই লিমিটেড, সিডনির সিটিপিও ও নির্বাহী চেয়ারম্যান। তিনি ব্র্যাক ব্যাংকের সাবেক সিআইও এবং বিকাশের প্রতিষ্ঠাকালীন সিইও। অভিজিৎ কুমার সাহা মার্কেন্টাইল ব্যাংকের উপ-প্রধান অর্থ কর্মকর্তা ও মুস্তাফিজুর রহমান সাবেক সচিব।
ডিএসইর সাবেক এমডি সানাউল হক গত বছরের ৮ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন, যা ২১ অক্টোবর ডিএসইর পর্ষদ সভায় গৃহীত হয়। পরে তিনি ৭ জানুয়ারি ডিএসই থেকে বিদায় নেন। দীর্ঘ প্রায় ৬ মাস পর এমডি পেতে যাচ্ছে ডিএসই।